বাবা, আমি অনেক বড় হয়ে গেছি
বাবা, আমি এখন কলেজে যাই
বাবা, আমি ধূমপানে অভ্যস্থ
বাবা, আমি মদ্যপানেও অভ্যস্থ
বাবা, তোমার সবগুণ আয়ত্ত করেছি !


বাবা, আমি এখন মিথ্যা কথা বলি
বাবা, আমি এখন অনেক রাত পতিতালয়ে কাটাই
বাবা, আমি পকেট কাটতে শিখেছি
বাবা, আমি চোরা-চালানে ধনন্তরী
বাবা, তোমার সবগুণ আয়ত্তে এনেছি !


তোমারি প্রাসাদে তুমিই মন্দার পারিজাত বৃক্ষ
শুধু পশুর  ক্ষুধা  নিয়ে  জন্ম  দাও সন্তান
মেয়েমানুষ বেচা-কেনার টাকায় ইমারত গড়ো
ক্ষত-বিক্ষত কর মায়ের শরীর
সন্তানকে বিছিন্ন কর মাতৃ স্নেহ থেকে
সৃষ্টি কর সমাজের জঞ্জাল!


আমি বড় হয়েছি
তোমার সৃষ্টিই তোমার ধ্বংস
তোমার প্রাপ্তিই তোমার কবর!
আজ আমি মদ খাব, আর মাতলামোর মধ্যে
আমি নিশ্চই ভুলে যাব, ভুলে যাব
আমিই তোমার সন্তান
খুনে রাঙা বিষ বৃক্ষ !


শুধু নিছক কথাই নয় –
আমাদের শেষ আর্তনাদ
“অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়  
অসত পিতার সন্তানও তবে জারজ  সুনিশ্চয়!”