মন্দার বা অমৃত কোনটাই
আমাকে প্রলোভিত করেনা,
বিশ্বে যাকিছু সুন্দর  --
জান্নাতের সুসংবাদে আসীন,
যাকিছু বিন্দুমাত্র ক্ষতিকর
দোজখে কীটসম দন্ড !
তাই রোজার দিনেও
চেতনার গলাটিপে
লাল পর্দার নিচে
চলে ভোজের আয়োজন,
অথচ পাঁচ রোকন
ইসলামের জীবন ব্রত !
মোমিনের জন্যই রোজা
উপবিষ্ট রক্ষকের ইঙ্গিত,
নাম-যশ শোষন-শাসন
বংশমর্যাদা খ্যাতি-অখ্যাতি
কিছুই স্থিতি নহে দুনিয়ায়
মুছে যাবে মন থেকে
শুধু দু’ফোঁটা অশ্রুতে
শোকাতর হবে প্রিয়জন
গোরস্থানেও অধিষ্ঠিত নয়
পদচিহ্ন এতটুকু মাত্র,
সময়চক্রে বাঁধা মৃত্যুর
স্বাদ গ্রহণে উত্সুখ
ক্ষুদ্র প্রাণ আমাদের !
অসহায় যারা কবরে --
তারাও ছিল আকাশচুম্বী
বিধান পালনে বাকচতুর
নীতিহীন দুষ্ট আত্মা,
কেউই নয় তারা
চির কল্যাণকর !