দুই হাত বাড়ালেই বন্ধু,
নয়তো ছদ্মবেশী শত্রু।
শুনেছি যখন বাণী
হয়েছে সময় ঐ -
সাড়া দেব আমি
দূয়ার খুলে,
রূদ্ধ দ্বার
আজিও
বন্ধ
কি!


ধর্ম পালন  মানব  ব্রত
কর্ম চলে আপন তালে,
বিশ্বাসে উদিবে রবি
কিরণে নব  ছবি,
লিখবে হে কবি -
আশার আলো
প্রজ্জ্বলিত
আগামী
সূর্য্য
ঐ!