এবার চলুন যাই মন্ত্রী সভায় --
ঐ পদলোভী বহুরুপী কৌশলে ধায় :
কেউ বলে আমি হবো কয়লা মন্ত্রী
উঁচু গলা হাতে নিল অর্থের খুন্তি,
মোটামাথা বলে আমাকে দিও শিল্প
বাঁকামাথা হাতে পেল সেঁচ, ডাঙা অল্প -
নগর উন্নয়নে চোর সাজে স্বল্প
স্বাস্থ্যের দরবারে এক মাথা গল্প,
চকচকে টাকমাথা পেল পরিবহন
বিজয়ী মুখ্যমন্ত্রী নিল প্রশাসন,
মোটাপেট নিল বেছে আহারের ভার
পেটরোগা হলো যেন কৃষি সমাচার,
দুইমাথা এক হলো একজন শ্রমে -
চোখটিপে বলে কেঁজ আমি থাকি হোমে,
সমর্থনে  ঠিক হল কে নেবে শিক্ষা
কারামন্ত্রী পেল ঘুষ নেওয়া দীক্ষা,
এইভাবে গড়ে হলো মন্ত্রীর সভা
স্বপথে কথা দিল হবে দেশের সেবা,
ভারতবর্ষ এযে ভারি মজার দেশ -
ধোলাই মগজ নিয়ে জনগণ আছে বেশ,
নিয়মটা এইভাবে হাঁটি হাঁটি পা পা -
গণতন্ত্রের ভাষা 'যাকে ছুঁবি তাকে খা'!


=০=০=০=০ শেষ পর্ব  ০=০=০=০=