আমি তোমার ভালবাসা চেয়েছি
তোমাতে বিশ্বাসের ভাঙন পেয়েছি,
বুকে   তোমার   মাংসের   গন্ধ
তুমি    ভালো    আমিই   মন্দ !


শক্তি দিয়ে যায়যে  বাঁধা
মায়া চোখ  লাগায় ধাঁধা,
বজ্র আঁটুনি ফস্কা গেরো
নষ্ট  মেয়ে  সেও  হেরো!


যখন যেমন তখন তেমন
মন্দ ভালোর প্রভেদ দমন,
হার   জিত্   নাহি   লাজ
চারি   হাত  এক   আজ !