টিকিট কেটে দেখতে খেলা ওপাড়ারার হেলা
দুষ্টু  বুদ্ধি  মাথায়  ধরে  লালুর  সে  চেলা,
গড়গড়িয়ে   চলছে   খেলা   প্রতিদিন
খেলার মাঠে আসল বস্তু চিনে নিন,
নানা সুরে বাজছে কত ভেঁপু-বীণ
ঘন্টা  দুই  তারপর  সবই  লীন,
নানা রঙের মানুষ কত হচ্ছে জড়ো
সঙ্গে রাখুন রঙিন প্যাকেট ছোট-দড়,
ঊড়ছে দেখ পতপতিয়ে দলের ফ্ল্যাগ্
আমার হাতে হচ্ছে যেন প্যাকেট ব্ল্যাক্,
মাঠে ঢুকে দেখতে যাবেন খেলা --
সাথে নিয়ে যাবেন নাকি এইবেলা!
স্বল্প মূল্যে দেবে কোম্পানী 'হেলা'
মুখ্য বলে জানুন, যাবে না ফেলা
দুটি দলের জার্সি পরে আসে সমর্থক
আনন্দ আর কোলাহলে দুলছে টকবক --
একটি  দল  কেবলি  দেয়   গোল
অন্যদল গেল বুঝি বল হরিবোল,
মুখেতে রঙ মেখে আর গায়ে জার্সি পরে
পোষক  যায়  হেরে  লজ্জায়  যায়  মরে,
এই সুযোগে প্যাকেট খুলে ছুঁড়ে সবামাঝে
খেলা শেষে হারের মুকুট যেন নাহি বাজে --
তাই চলতি খেলায় ছুঁড়তে থাকুন ঢেলা
এদিক ওদিক ছুটোছুটি সাঙ্গ হল মেলা,
ভীড়ের মাঝে ডাণ্ডা পেটা পড়ল মাথা পরে
ফিরলে জ্ঞান আমি তখন একা হাজত ঘরে,
কোথায় বাবা আছো লালু খাচ্ছো বসে দারু -
জেলের ঘানি টানছি বসে নেই কাছে পারু !
কানমলি ভাই এমন কাজে আর না যাই
মুক্ত করে দে আমারে ঘরের পানে ধাই!