আমরা জানি ছয় ঋতু নিয়ে একটি বত্সর
যথা সময়ে যথা কাজ নির্দেশিকা পঞ্জিকায় লিপিবদ্ধ,
অনিয়মে ঘটতে পারে বিপদ তাই ছকে বাঁধা জীবন
অথচ মহান ব্যক্তিত্ব সূর্য্যদেব তার আলোক কিরণ
সকল জড় ও জীবকূলকে করেনি বঞ্চিত কখনো,
তাহলে নিয়ম ভেঙে নিয়ম গড়াই যদি নিয়ম হয়
ক্ষতি কি তাতে, কিবা আসে যায় সংশয় কিছু
কবি বলছেন, 'দিসনে সময় কাটিয়ে বৃথাই সময় বিচার করে'
তাহলে নিয়মানুবর্তিতার কোনো দাম কি নেই --
আছে নিয়মের বেড়াজালে বন্দী জীবনের আমৃত্যু প্রত্যাশা !
তাছাড়া এমন ক'জন মেলে যারা তা ধরতে পারে,
দাঁত থাকতে দাঁতের মর্যাদা ক'জনইবা বোঝে !
তাইতো কবি অনিয়ম - উত্শৃন্খল, বন্ধনহীন উল্লাসে মুক্ত সেনা
সত্যদ্রষ্টা জানেন পৃথিবী আবার অস্থির সময়ের মধ্যেও শান্ত হবে,
সকল নিয়ম নীতির চাতুরীকে টুকরো টুকরো করে
সুপ্রভাতের আলোয় মানবকুল গাহিবে জয়ের সেই গান --
''ভেঙেছো দূয়ার এসেছ জ্যোতির্ময় তোমারি হোক জয় !''