*** (অনুকাব্য) ***


তুমি আমার সহধর্মিনী ভালবাসার হিমেল হাওয়া
সুখ-দুঃখ্য বৈচিত্রে আমরণ বেনু বিনে গান গাওয়া,
তুমি আমার প্রেম অবাধ স্রোতের নিত্য আসা-যাওয়া
সব পাওয়ার মাঝে শুরু থেকে শেষ অরূণ তরী বাওয়া,
উভয় মেরু সমান হলো একই দেহে অখণ্ড এক চাওয়া
নিঃশ্বাসে আর প্রঃশ্বাসে জীবনের মিলিত গান গাওয়া!


......................................................।।
* কবিতার সাথে ১টি প্রশ্ন জুড়ে দিলাম।
  প্রেম কি যুগে যুগে পরিবর্তিত নাকি একই ধারায় বিশ্বস্ত অপরিশীলিত ?