আমি পোড়াচ্ছি আমাকে জ্বলন্ত সিগারেটে
আমি পোড়াচ্ছি আমাকে রৌদ্র  দহনে --
আমি নিঃশেষিত বিষাক্ত বিষ বাস্পে
আমি অঙ্কুরেই ছটফট করি যন্ত্রণায় !


একটু একটু করে পুড়ে যাচ্ছি ......
একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি ......
চাই সম্পূর্ণ রূপে ছাই হতে !


আমাকে দাও সেই পবিত্র আগুন
তাহলে শেষবারের মত পুড়ব আমি,
পুড়ে খাঁটি সোনায় ভরিয়ে দেব
পুড়ে হব সোনার ছেলে সোনার দেশে
যা এই পৃথিবীর মাটিকে করবে উর্বর!


সেই পবিত্র আগুন পাবো কোথায় .....?
তাই আর নিজেকে পোড়াব না কখনো,
এবার নিজেই আগুন হয়ে জ্বলব আমি
সবকিছুকে পুড়িয়ে নিজেই হব উজ্জ্বল
উজ্জ্বল দিনের রক্তিম সূর্যের আভা,
আগামী পৃথিবীর রঙিন স্বপ্ন নয় --
কঠিন বাস্তবে আমাকে পাবে খুঁজে
তোমাদের সবার মাঝে আগন্তুক রূপে
আমিই চিরসত্য চির  জাজ্জ্বল্যমান চরিত্র
কোরাণ - গীতা - বাইবেলে যাহা অনুপস্থিত !


...............................................
এখানে কালপুরুষ মানে মৃত্যুর দেবতা (god of death).