শরৎ এল কাশের বনে
দোলা লাগে প্রাণে মনে,
গাছের ডালে শিউলী ফুটে
আঁধার রাত গেছে টুটে।


সকাল বেলায় পড়ছে হিম
হিমেল হাওয়ার এল দিন,
ঢেউ জাগে ধানের খেতে
ছোটো বড়ো উঠল মেতে।


বৃষ্টি বাদল গেছে থেমে
খোকা খুকু শরৎ প্রেমে,
নতুন নতুন জামা কত
পুজোর দিনে হরেক মত।


আনন্দে মন উড়ছে আজ
শুধুই ছুটি নেইযে কাজ,
পড়ার  বই  হল   বন্ধ
হাসি খুশি পুজোর গন্ধ।


পোটো ভায়া ঠাকুর গড়ে
খড়  মাটি  নিপুন ক'রে,
তুলির টানে ফুটবে চোখ
সকল দুঃখ ঘুঁচবে শোক।


ঢাকে কাঠি পড়বে এবার
সবার সাথে পুজো দেখার,
খাব অনেক মণ্ডা-মিঠাই
পুজোর ছুটি দেরিযে নাই।


মা আসছেন সবার কাছে
কাটবে দিন ছুটির  মাঝে,
নিজেকে তাই বিলিয়ে দেব
পরকে আপন করে নেব।