গায়ে দাও নামাবলী, মুখে বল হরি হরি
সাথে নাও পাঁজি-পুঁথি, অল্পবিদ্যা ভয়ঙ্করী।
ধারাপাত শিখে হলে তুমি সাহিত্যের রবি,
ডর লাগে দেখ যদি নবীন হয়েছে  কবি !


দিন যায় দিন আসে ফুল ফোটে দূর্বা ঘাসে,
মহান সে রবি থাকে পাশে উদিত যে আকাশে।
বাঁশের চেয়ে কঞ্চি দড়  বলে লোকে শুনি,
যেজন মানী'র রাখে মান সেই আসল গুনী!