প্রতিটি খেলায় আছে হারজিৎ,
আমি যতবার হেরেছি
জিতেছি তারও অধিক --
তাই হারজিতের খেলায়
থাকা বা না থাকা
দুই-ই আমার কাছে সামঞ্জস্যহীন!


আমি তাই খেলবো না আর খেলা
খেলা দেখেই কাটাবো সারাবেলা,
খেলা যখন সাঙ্গ হবে --
হারজিৎ তাই নাই রবে,
জিতলে আমি তোমার হবো
ভালবাসায় মন ভরাবো,
খেলায় যদি হার বাছা
আমি তোমায় দেব সাজা।