*** নির্যাস গাঁথা ***


আমি আছি তোমাদেরই সাথে
কখনো প্রকাশে কখনোবা অপ্রকাশে
কিন্তু আছি তোমাদেরই একজন,
নিজেকে দেখি তোমাদের মাঝে
ব্যস্ত থাকি তোমাদেরই কাজে,
কবে কখন তোমরা চিনবে
অথবা জানবে আমার প্রচ্ছায়া !
যেদিন তোমরা জ্বালিয়েছ আগুন
সেই থেকে পুড়ছি আমি আজও --
আমার অস্তিত্ব তোমাদের কাছে
হয়ত ফিরে পাবে সমর্পণে
উল্কা পাতের স্নিগ্ধ আলোয়,
তারপর মিলিয়ে যেতে যেতে
চারণ সৃষ্ট রাতের তারায় !