একদিন মন্দের সাথে ভালোর দেখা
   থমকে গিয়ে  মন্দ বলে শুনি -
   কি ভাই কেমন আছ তুমি ?


- নতুন গন্ধেমাখা রঙিন পোশাক
  যেমন আদরে সবাই জড়িয়ে ধরে
  ঠিক্ তেমনই আছি বেশ ভালো,
  তোমার অবস্থা যেন বেগতিক ঠেকে!


- আমি ভাই অনুকরণে বিশ্বাসী নই
   তাই নিজের পছন্দ কিছু নেই
   যা আমার প্রাপ্য তাই জোটে,
   অর্থাৎ ছাই ফেলতে ভাঙা কুলো!


- একেবারে ঠিক কথাই বলেছ তুমি
   যখন আমি ছিলাম সবার মাঝে
   সবাই আমায় লাগাত নানা কাজে,
   আজ আমি হলাম ভাঙা কুলো
   ছাই ফেলে আমায় দেখায় মুলো!


- ওদের ভাল ওরাই বোঝে নাকি
   মন্দভালো আমরা থাকি পাশাপাশি,
   দ্বন্দ্ব যত বাঁধায় মানুষগুলো সব
   মানের টানে ভিরমী খেয়েই সরব।


   আজ ভালো কাল হবো মন্দ
   সব দোষে দোষী ব্যাটা নন্দ,
   আমরা দুভাই করি মহানন্দ!