চলো, আমরা হারিয়ে যাই
চেনা পরিসরের থেকে দূরে -
এতকাল আলো ছায়া মেখে
যাকিছু পেলাম সবকিছু ছেড়ে
চলো পা বাড়াই অজানা পথে,
আবার নতুন করে হামাগুড়ি !
তোমার কীর্তি, তোমার যশ
সেতো অন্যের জন্যই প্রস্ফুটিত
তোমার সৃষ্টিতেই তুমি অমর ।
বিশ্বাস আর ভালবাসা খুঁজতে
চলো যাই সুখলোকে স্বর্গধামে,
নয়তোবা আরোও কিছুটা দূরে -
অনিচ্ছা সত্বেও নরক মন্থনে,
প্রত্যাশা থাকলেও হতাশা অনেক।
কোন বন্ধন, কোন সীমারেখা
যা দেয়নি বশ্যতার অঙ্গীকার,
যদি ফিরি মাটির পৃথিবীতে
তবে মৃত্যুহীন মৃন্ময় রূপে !