যদি   ভাঙ্গো,আরো ভাঙ্গো কেবলই
        ক্ষতি  শুধু নয় যেন তোমারি


কর    সাজ্,  আজি   সাজ  নবরূপে
        নিজেকে পোড়াও রক্তিম ধূপে


তবে   ঢালো,  ধারা  ঢালো  যত
        জাগুক প্রাণ উঠুক অবিরত


এসো  তবে,   ধর   হাত  সবাকার
        নিখিল ভূবন সাজবে আবার


শোন  গান,   ধর   তান   আজি
        যুগের কবি তুমি সব্যসাচী


ওগো  তাই, আনন্দে আজ নাচি
         নিত্য পাগল ছন্দে বাঁচি।


   * কবিতাটি আসরের কবি শ্রী স্বপন কুমার মজুমদার মহাশয়কে
      (ছন্দের যাদুকর) উৎসর্গ করলাম।