*** (ভাব সম্প্রসারণ করুন) ***
          (অনুরোধ মাত্র)


আমি যখন মুক্ত
তুমি তখন যুক্ত,
যখন আমি রূদ্ধ
তুমিও অবরুদ্ধ!


*** ভাব সম্প্রসারণ করলাম :


আমি সবকিছুই বলতে পারি, যেখানে খুশি যেতে পারি কারন আমার পিছুটান নেই আর তোমার আছে সেই পিছুটান যা তোমার সাথে তোমার পরিবার আছে জড়িয়ে। আর আমি যখন বলতে বলতে রূদ্ধ অর্থাৎ বন্দী তখন তুমি হতাশ আমাকে দেখে! আমি তোমার থেকে স্বতন্ত্র / আর তুমি তোমার মত !! ... কি, আমার লেখা আর কথা ঠিক আছে তো ? নাকি, আপনি অন্য কিছু বলবেন ? ......