(উৎসর্গঃ কবি মোহাম্মদ রফিকউজ্জামানের প্রতি)


পথই দেখাবে পথ
অন্তর দেবে মত,
সময় যখন হবে
দ্বন্দ্ব দূরেই যাবে।


সামনে পিছনে আলো
ঘুঁচবে সকল কালো,
নতুন দিনের ছবি
ভরিয়ে দেবেই রবি।


মিলন মেলায় যেতে
আদর সোহাগ পেতে,
ভুলতে সকল রাগ
মিলন ছন্দে ডাক।