আমিতো তোমাদের কাছে ফুলের মতো
যখন ফুটে উঠি তখনই ছিঁড়ে ফেলো
বৃন্ত থেকে তোমাদের হাতের নাগালে,
যখন রাতের ঝাড়বাতি জ্বলে ওঠে
তখনই মনে পড়ে আমার কণ্ঠস্বর
মদের নেশা কেটে গেলে - অন্ধকার,
যখন বসন্ত চলে যায় কালের স্রোতে
তোমাদের ভালবাসাও ফুরিয়ে যায়
পড়ে থাকে তাচ্ছিল্যের শব্দ শব,
নিরালায় আমি কথা বলি নিজের সাথে!