সীমান্তের পাড়ে দাঁড়িয়ে আমি একা
দেখেছি অনেক বিপ্লব পেয়েছি স্বাধীনতা,
তারই সাথে স্বার্থপরতা আর ভণ্ডামী
এখন আমি প্রাণহীন বোবা স্ট্যাচু ।
তোমরা আমার কণ্ঠকে করেছ রোধ
অহিংসার মোড়কে স্বার্থসিদ্ধির বোধ,
তবু আজও দেখি নিজেই নিজেকে
শুকনো ফুলের মালায় বন্দিত কঙ্কাল
আর কোনদিন বলবে না কথা -
ইতিহাস জানবে শুধু সেই ব্যথা,
আমাকে পাবে তুমি প্রতি পাতায়
অভিজিতের খেয়া হাওয়ায় হাওয়ায়!