উৎসর্গঃ- মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)


এই মেয়েটা নাম কি তোর
দেখিস শুধু অমন ক’রে
আছে কি কথা, বলনা জোরে?


কথা অনেক ছিল বলার
ঐ ভাবের ঘরে উঁকি মেরে
চোখের ভাষা বুঝলি নারে!


চোখের ভাষা চোখ বুঝেছে
মনের কথা মন,
তোমার আমার দেখা হবে
আবার যে কখন!


চোখ খুলে ভাববো তোমায়
স্বপ্ন দেখে যাবে যে দিন,
হৃদয় মাঝে তোমার ছোঁয়া
আসবে কবে তেমন দিন!


যখন কবি সোহাগ চোখে
হয়ে রাতের তারা,
দক্ষিণ হাওয়া ছোটে প্রাণে
দোঁহে পাগল-পারা।