বেলা তখন বাজে দু'টো
খাবার চাই এক মুঠো
হোটেল ছিল 'সোনামনি'
ছিল সেদিন বারে শনি
ঢুকে পড়ি তারই গেটে
কোর্ট থেকে অল্প হেঁটে,
দু'দিকে  দুই গেছে বেঁকে
লেখা ওই রঙিন গেটে
চাইনিস ও দেশী আছে
ভালবেসে আসুন কাছে,
ইচ্ছা  হল  চাইনিস্ --
পকেটে আজ টাকা মিস্
ওমা! একি কাণ্ড দেখি
সেখান থেকে পথ মেকি
টাটকা না বাসি কি চাই
পথ দেখে আসুন ভাই,  
চাইযে আমার টাটকা
খাব আমি নয় ফাটকা,
অবাক কাণ্ড দেখিরে
পথযে আবার দু'টিরে
নগদ না ধারে বলুন
দেখে শুনে চলে আসুন-
পকেট আজ ফাঁকা মাঠ
ধারে খাওয়া ফিটফাট,
যেই গেছি 'ধারে'র গেটে
চলছি যে রাস্তা হেঁটে...!
ফেলে কড়ি মাখলে তেল
তবেই তুমি পাবে বেল ।