একদিন অনেক স্বপ্ন দেখেছিল
আমার এই দু’খানি চোখ,
আজ আর স্বপ্ন দেখি না
দেখি শুধু অহমিকা বোধ,
হারিয়ে পাওয়া বেদনায় জন্ম
সূচিত করে আমি নির্বোধ!
তাই মেনে ও মানিয়ে
পথ চলতে শেখা,
হাজার বাঁধা পেরিয়ে
রক্তে লেখা ভূমিকা,
নাম ধাম পরিচয় –
গোত্রহীন বেজন্মা!
দোষ গুণ সব অবৈধ
শুধু রক্ত লাল,
তাতে কি আসে যায়
অজাতের কাল,
সমাজ করে বিদ্রুপ
দুর্দশা চিরকাল!
তবে জেনে রেখে বন্ধু
এ নয় অপচয়,
সৃষ্টিতে ছিলাম আমি
ধ্বংসে হব লয়,
রেখে যাব কার্য্য মাঝে
তোমাদের শেষ পরিচয়!