তুমি সেই যে গেলে আর এলে না
নদীর বুকে চড়া পড়েছে বিস্তর,
রাস্তা ঘাট ভেঙে বদলেছে রূপ
বাতাস ভরেছে বারুদের গন্ধে
বেহিসাবী জীবনে লাগাম -
আর মনে জমেছে অস্থিরতা,
তবুও ফুল প্রস্ফুটিত হয়
পাখীর কূজন ঘুম ভাঙায়
এক মুঠো রোদ ধরে বাঁচি
ভালবাসি আজও তোমাকে,
তুমি কি আর আসবে না
তুমি কি ভালবাসবে না,
মনের আকাশ মলিন হলে
আমি ধুয়ে নেব বিশ্বাসে
প্রত্যয়ে রাঙিয়ে দেব আস্থা,
অসমাপ্ত জীবনের শেষকথা।