ওরা বাহিরে ভিড় করে এসেছে
ওদের দু'হাত ছিল শূন্য,
যারা ভিতরে ছিল তারা পরিপূর্ণ
দরজা যখন উন্মুক্ত হল
দেখা দিল সংশয়,
দীর্ঘ প্রতিক্ষার পরও
মিলন হল না ওদের!
তারপর এল প্রবল বৃষ্টি
ততক্ষণে বাহিরের লোক ভিতরে
অনেকটা সময় অতিবাহিত
তবুও হল না মিলন
অথচ জন্ম নিল -
হিংসা-বিদ্বেষ-বিশ্বাসঘাতক,
নবজাতকের প্রচণ্ড চিৎকারে
সৃষ্টি কর্তার নিদ্রা গেল ভেঙে
শোনা গেল এক দৈববাণী -
তোমাদের পাঠিয়েছি উলঙ্গ
তোমরা পরেছ পোশাক
তোমরা বানিয়েছ জাত
গোপনে হয়েছ মিলিত
সৃষ্টি তাই আজ রসাতলে,
খুলে ফেল গায়ের পোশাক
ভুলে যাও পরিচয় গৌরব
মুছে দাও আচার-বিচার
ভেঙে ফেল ধর্মের বেড়াজাল,
মিলিত হও নব-কল্লোলে
পুনঃ প্রেম আলিঙ্গনে !