রেল গাড়ির কামরায় পুনর দেখা
অনেকটা সময় পার হয়ে গেছে
তোমার কালো চুলে পাক ধরেছে
পরণে সবুজ পাড়ের সাদা শাড়ি
চোখে দিয়েছ ভারি ফ্রেমের চশমা
তবুও মুখে সেই নির্লিপ্ত হাসি
এক মুহূর্তেই আমাকে চিনে নিলে
বললে কেমন আছ, ছেলেমেয়েরা কত বড় হল?
আর তোমার গৃহিনী তার কথা কিছু বল?
আমি কোন কথা না বলে চেয়ে রইলাম
তুমি বললে কি দেখছ অমন করে?
কোনে দেখা আলোয় তখন আচ্ছন্ন,
একি পাপ-মোহ-প্রেম, এখনও বর্তমান !
বোধহয় আমার চোখের ভাষা
তুমি পড়ে নিয়ে বলে উঠলে
থাক, নাইবা দিলে কথার জবাব
আজও সব তারাই রয়েছে
দিনের আলোর গভীরে !
মুখে নিরূদ্বেগ হাসির রেখা
হঠাৎ বললে মৃদু স্বরে -
তোমার যাবার সময় হল
এসো তবে, শুধু দিয়ে যাও অঙ্গুরীয়
না, কোন খটকা বা আঘাত দিতে নয়
ভালবাসা বেঁচে থাক হৃদয় সাগরে
নদীর ধারা মিশে যাক সাগরের বুকে,
একা নয় দু'টি মন থাক সাথে
পথে হল দেরী জেনে ভালবেসে!