আমি আসছি সব বন্ধন ছিন্ন করে
উন্মুক্ত হাতে কোন দ্বিধা না রেখে,
এতকাল আমি পথ চলেছি নিভৃতে
এবার পথ পাল্টে সীমানা ছাড়িয়ে।
যখন ক্ষুধাতুর শিশু খিদের জ্বালায়
তার মা'য়ের আঁচল ছিঁড়ে খাবে
মা'য়ের হৃদয় আকুল হয়ে উঠবে
সন্তান সুখের স্রোতে সাঁতার দেবে,
যখন প্রেমিক প্রমিকাকে নিয়ে
বিশ্বাসের বাতায়নে শ্বাস নেবে,
যখন কালো মানুষের স্মিত হাসি
রঙ ছড়িয়ে দেবে গৌরের প্রাণে,
যখন অন্যায় ন্যায়ের পথ ধরে
গলিপথ থেকে রাজপথে দাঁড়াবে -
আমি তখন সীমান্তের বাঁধ ভেঙে
সাজাব এক নতুন দিনের রাগিণী
আমাকে খুঁজে নিও রক্তের অক্ষরে
তোমাদের হৃদয়ে আগামীর সূর্যোদয়ে!