আমরা দাঁড়িয়ে আছি সভ্যতার ধ্বংস স্তূপে
চারিদিকে উত্থান-পতনের ছায়াছবি খণ্ডিত
সংবিধান হয়েছে রচিত হয়েছে পরিবর্তিত পলে পলে
রাজা এসেছে রাজা গেছে রেখে গেছে তার কীর্তি
নব সভ্যতার আলোকে আমরা হয়েছি আলোকিত,
সভ্যতার উৎকর্ষ সাধনে আর্য-অনার্য পাঠান মোঘল হুণ
নিজ নিজ স্থাপত্য রচনায় রেখে গেছে ঐতিহ্য -
নিরপেক্ষতার জাল বুনেছে সাধারণ অমেরুদণ্ডী মানুষ
আর যারা স্বার্থ চরিতার্থ করার জন্য সমাজ সেবী সেজেছে
তাদের মাথায় তুলে নেচেছি পদলেহনে দেখিয়েছি পটুতা,
তারপরেও নিরপেক্ষতার দাবী নিয়ে পথে নেমেছি
কুঁজো শরীরে স্লোগান তুলেছি সাম্প্রদায়িকতা নিপাত যাক্,
ভাষা আন্দলনে পায়ে পায়ে রক্ত ঝরিয়েছি কত
অথচ সেই দেশেই চুরি যায় সাহিত্যের নোবেল
চুরি যায় শিশুদের শৈশব যুবকের বিবেক বোধ।
এ কোন সভ্যতা! এতো বর্বরতার বেলাভূমি!
আলোকে উন্নীত উত্তাপ পুড়িয়ে দেয় সোনার পৃথিবী
আঁতেলের জন্ম সূচিত হয় ধ্বংসস্তূপের আঁতুড় ঘরে,
নির্গলিত খাদবিহীন সোনা থেকে যায় কল্পনার অতীতে
বর্তমান শুধু ভারবাহী হয়ে মুখ লুকায় ইতিহাসে!