তারপর? …
বেশ অনেকদিন আগের কথা, যতদূর মনে পড়ে
মঞ্চের অনেক দূরে দাঁড়িয়ে তাঁকে দেখেছিলাম
তারপর তাঁকে আর কোনদিনই দেখিনি
তিনি বলেছিলেন নাম তার সত্য সুজিত মান্না
বাস তার গঙ্গার ধার ঘেঁষে
২৫/৪ তামলী পাড়া, হুগলী ঘাট।
বিনা নিমন্ত্রণে তাঁর বাড়ি যাই
ঠিকানা খুঁজে নিমন্ত্রণ দিতেই,
কিন্তু মস্তবড় একটা তালা দেখে
অগ্যতা ফিরতে হল নিজের বাড়ি।
এদিকে সময় আগত সম্বর্ধনা সভার
এখন উপায় কি ?
উপায় একটা হল –
সেদিনই সকালে মান্না বাবুর পরিবর্তে
সাহিত্যিক হরগোবিন্দ বর্মন সন্মানে ভূষিত হলেন!
তারও বেশ কিছুদিন পর জানা গিয়েছিল
নীললোহিতের কাছে পুরস্কৃত হবার পর
মান্নাবাবু ছদ্মনামেই খ্যাতি লাভ করেন
আর সেই থেকেই বর্মনবাবু আমাদের প্রিয়।
              ********
সারকথাঃ- গেঁয়ো যোগীর ভিখ মেলে না!