ছন্দে লেখেন ছড়া মিঠেকড়া
আসরে কবিরা সে কথায় চড়া,
বলে ছন্দ ছাড়া হয় কবিতা
হয় যা তা জানে ওই পারোমিতা!
কেউ কেউ বলে ভাই রচে যাই
কথা জাগে মনে লিখে সুখ পাই
না হোক ছন্দ রবে না দ্বন্দ্ব
খুঁজে পাই সেথা প্রীতির গন্ধ,
কেউ বলে জ্বালিয়ে দিতে আগুন
পৌষ মাসে কবি লেখেন ফাগুন,
কেউ বলে পদ্য নয় গদ্য চাই
মনের কথা গদ্যেই লিখি তাই
তার জন্য আছে ভাব আছে কথা
হৃদয় মাঝে ব্যথা রেখেছি যথা,
শব্দ হোক ধ্বনিত দিকে দিকে
আমরা যাব কালো অক্ষর লিখে
হোক না গদ্য না হোক পদ্য ভাই
নব আনন্দে মেতে উঠি সবাই -
ভেঙে যাক বাঁধ জেগে ওঠে আশা
কাব্য আজ ছন্দ পাতনে খাসা!