(কবি দত্ত সাহেবের প্রতি)


কঠিন কথা সোজা করে বলতে পারি,
সোজা কথা কঠিন করে কেবল নারী।
জ্ঞান তোমার শূণ্য তবুও লেখ খাতা,
পড়তে গিয়ে হোঁচট খেয়ে ফাটে মাথা।
আছে কালি আছে কাগজ লিখছ তুমি,
বুঝিয়ে দেবে তোমার লেখা কত দামি।
নাইট আর নোবেল চাই না তোমার,
কবি, তুমি লেখ কাব্য-নয়তো কামার!


একদিন কবি দিল বিদেশেই পাড়ি,
সেখানে গিয়েই নাম-ডাক, সাথে বাড়ি।
চিনল তখন দেশের মানুষ সবে -
এত বড় কবিকে দেশে ফেরাতে হবে।
মুখে পড়ল চুন আর কালি তাদের,
অজ্ঞ তবু জটিলতা স্বভাব যাদের!