প্রতিদিন খুলে রাখে পুবের জানালা
ও বাড়ির যুবতী সুন্দরী মধুবালা,
রূপে আর গুণে তুলনা যে নেই তার
কথা বলে শীধুভাষে মধুর বাহার।
গেঁথেছি মালা পরাতে চাই প্রেমহার
পথ পানে চেয়ে আছি খুলেছি দুয়ার,
ধরা সে যে নাই দেয় দিন যায় বয়ে
কপালে কি জুটবে না ওই সুধা মেয়ে!
একদিন রাতে আমি গেনু তারি কাছে
উঠি পাঁচিল টপকে, দেখে লোকে পাছে-
দেখি, শুয়ে আছে বিছানাতে মধুবালা
খেলিল তড়িৎ শরীরে, ধরিল জ্বালা-
সচকিত ক্ষণে ঝাঁপ দিনু তারি বুকে
ঘুম যায় ভেঙে, প'ড়ে নিচে, রক্ত মুখে!