ওপাড়ার বলরামের পোয়াতি বৌ'টা মারা গেল
ঝাড়-ফুঁক মন্ত্র-তন্ত্র সবকিছুই করেছিল ওরা
কিন্তু কোন পথ্য দেয়নি ওই অভাগীর মুখে,
বাড়িসুদ্ধু সবাই কান্নায় যখন পাগল প্রায়
বলরামের চোখে এক ফোঁটাও জল নেই,
সবাই ওকে বলল, তুই একটু কাঁদ
নিজেকে অনেক হাল্কা মনে হবে,
ও কিন্তু কোন কথা বলল না তখনও
তারপর ওর মা' এসে বলল, খোকা কাঁদ বাবা -
তবুও ওর চোখে জল আসেনি একটুও,
শুধু অবাক নয়নে প্রতীক্ষার প্রহর কেটেছে!
যখন তিন বছরের পরাণ বুকে ঝাঁপিয়ে পড়ে
তখন বোবা কান্নায় ওর বুকটা ভিজে ওঠে,
ছেলের হাত ধরে মুখাগ্নি করে অভাগীর
আগুনের আঁচে সবকিছুকে পোড়ালেও
সত্যকে পোড়ানো যায় না, তাই আগুনের পরশে
সমস্ত বাঁধা উপেক্ষা করে ওরা পাড়ি দেয়
নিশ্চিন্ত নিরাপদ কুসংস্কারমুক্ত পথে -
যেখানে বাঁচার লড়াইয়ে মানুষ মানুষেরই জন্য
জীবন জীবনের জন্য সহানুভূতি নয়, চাই প্রেম!