****** (কাহিনী কাব্য)*******


ধরুন, আপনাদের বলা হল -
এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন
সবাই পেয়ে যাবেন আকর্ষনীয় উপহার,
আপনারা কি ভাববেন?
অনেক কিছুই ভাবতে পারেন -
যেমন, উপহার কেন?
কি উপহার?
যিনি দেবেন তার স্বার্থ কি!
ইত্যাদি ইত্যাদি ... অনেক কিছুই।
আমি কিন্তু কিছু না ভেবে
কোন কথা না বলে এগিয়ে গেলাম
তখনও অনেকেই ইতস্তত বোধ করছেন,
সময় কে নষ্ট করে লাভ কি
তাই আগেভাগে লাইনের প্রথমে
কিন্তু মুশকিল হল অন্য জায়গায়
কিছু সময় অতিবাহিত হওয়ার পর
দেখা গেল উপহার দেওয়া শুরু হয়েছে
সামনে থেকে নয়, একেবারে পিছন থেকে,
আমরা যারা সামনে ছিলাম, আফসোস করছি
এমন সময় ঘোষণা হল -
এখানে অনুষ্ঠিত হবে গণবিবাহ
যারা যারা এখনও পর্যন্ত উপহার গ্রহণ করেছেন
তারা তারা উপহারগুলি সম্প্রদান করবেন নব দম্পতিবর্গকে,
আর যারা এখনও উপহার গ্রহণ করেননি
তারা দম্পত্তি হয়ে যান, নব জীবন লাভ করুন
এই কথা শুনে অনেকেই হকচকিয়ে গেল
লাইন ভেঙে সবাই তখন ছত্রভঙ্গ
বাছাই পর্বের প্রথম ধাপে আমিও সঙ্গি খুঁজছি
হঠাৎ কে যেন বলল, দাদা জানাজানি হলে কেলেঙ্কারি!
কেউ কেউ বলল, এটা কি হচ্ছে দাদা?
আবার কেউ কেউ বলল, কতক্ষণের জন্য?
উচ্চস্বরে লাউডস্পিকারে শোনা গেল -
আপনাদের অভিনীত এই সটটি সরাসরি টেলিকাষ্ট হবে,
তখন সবাই চুপ করে ভাবছে...তারপর!
তারপর আর কি এনজিওটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে
বেশ মোটা অঙ্ক পকেটে ভরবে, যেটা সাধারণ বুঝলই না!
ও হ্যাঁ, খামের ভিতরে উপহার কি ছিল সেটা জেনে রাখা ভাল
'একটি খালি ফর্ম'
যা আপনার অ্যাকাউন্ড থেকে আর্শীবাদী দানপত্র,
সাথে সাথে টি পার্টির নিমন্ত্রণ!