ইখানে ই-কবরে মু ভাল অছি গ'
নিঝুম মায়ায় গুম চোহে মরণের পরে,
আজ কিসের লগে সমাধীতে ফুল
এত্ত লোকের ভিড়, এত্ত জয়ধ্বনি উ'দিকে
লাল-সবুজের ওড়না ওড়াও কিসের লগে?
কি কইলেন, আজ স্বাধীনতা দিবস বটে!
উহারে দেহি নাই, আগেই মইরা গেলম
মইরা যাই নাই, তুমরা মাইরা ফেলাইলে
মনে নাই তুহাদের সেই দিনগুলার কুথা -
যহন সমুদ্দুরের পার থাইক্যে আসা
লাল বুড়াদের সঙ্গে লড়াই কইরলম
তারপরেও পাক সেনাদের মার খাইলম
হাল ছাড়ি নাই তহনও, রক্তগঙ্গা বহে গেছে
বুকে বরফের চাঁই, নোখের ফাঁকে হাজারো সুঁইচ
কী অসহ্য যন্ত্রণা, মইরা গেলম মু
মইরবার আগে বিবিরে আমার ছিঁড়ে খাইলে পাক
রক্তধারায় শুইয়া শুইয়া চোহের পানি ফেলাইছি,
আর তারপর তুমরা মুর লাশ ছুঁইড়া দিলে
কাঁটাতারের বিশ গজ দূরে এই দ্যাশে
মুর বাপ ছিল ভারতের, মা ছিল বাঙলাদ্যাশের
মাদল বাজায়ে তুমরা স্বাধীনতাট পাইলে,
যহন মুর বাপ দেহটারে কবর দিলে
খুব ইচ্ছা করছিল মুর মা'রে একবার দেহি
দেহি মুদের স্বাধীনতার রঙট কেমন
কেমন গ' স্বাধীনতা - সাদা না কালো?
কি বইলছেন, মুর নাম কি?
নামে কি আসে যায় গ' -
মুর মা'রে তুমরা দু'টুকরা কইরলে
কাঁটাতারের স্বাধীনতা দিলে মুদের,
মু আজাদ আলী, ইখানে ই-কবরে ভাল অছি গ'!