রাতের কালো সরিয়ে দিয়ে
খুশির আলো উঠল গেয়ে,
সূর্যি মামা যখন প্রখর
বাদল এলো হঠাৎ ধেয়ে।


মুচকি হেসে বলল মেঘ
থাকো তবে এই অাঁধারেতে,
সূর্যি তখন নিরব থাকে
মেঘের বিনাশ যেতে যেতে।


উড়িয়ে মেঘ দিল বাতাস
বৃষ্টি এখন বন্ধ তাই,
সূর্যি তেমন হাসছে পুনঃ
মেঘ বাদলে কাদায় ঠাঁই।


বুঝল মেঘ মিছে গরব
তুচ্ছ তার আস্ফালন,
লুকোচুরির খেলায় তারা
সূর্য মহান, খাট এ মন!