ঋণ নিয়ে শোধ না দেওয়া নতুন কথা নয়
তবে পিছনের পথটাকে ভুল গেলে চলবে -
চলবে না, চলতে পারে না কখনোই!
এইতো সেদিনের কথা আমাদের প্রেম
নয় নয় করে পাঁচ বছরের পুরানো হল যখন
তুমি বললে - পিছনের সব দুঃখ-কষ্ট ভুলতে চাই
এবার শুধুই আনন্দের জোয়ারে ভাসবো,
আমি বললাম - তুমি কি হংসমিথুন
জল আর দুধ থেকে দুধকে আলাদা করবে
সুখ-দুঃখ চিরদিন থাকবে, তাকে মেনে নেওয়া,
তুমি মানাতে পারলে না, আমাকে নিয়ে আলাদা হলে
কিন্তু পেরেছ কি সুখকে নিজের করায়ত্ত্ব করতে
পেরেছ কি দুঃখকে দূরে ঠেলে দিতে?
না পারলে না, আজ তুমি-আমি কতদূরে
আমাদের সন্তান আমাদেরকে বুঝিয়ে দিলো -
মিলনে যেমন সুখ আছে, তেমনি আছে অসুখ
তাই উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত
সবখানেই চলছে খেলা জোয়ার-ভাটা!