আমি হাত বাড়াই, চাই তোমাকে
তুমিও হাত বাড়াও, চাও আভিজাত্য
উভয় মেরু ক্ষীণ হয়ে নিঃশেষ –
তারপর কাঠের গুঁড়ির মত চলা
মৃত্যুহীণ প্রাণ পড়ে থাকে বিরলে
কেবলই চাওয়া-পাওয়ার মাঝে,
কথাগুলির সত্যতা যতটা প্রমাণিত
ততটাই বেদনাদায়ক নয় কি জীবন!