অংক খুব জটিল
বাংলা বেশ কঠিন
ইংরাজি গোলমেলে
পড়ি তাই রাতদিন,
ইতিহাস যাই ভুলে
ভূগোলেতে মাথা ঘোরে
বিজ্ঞান পড়ে অজ্ঞান
মা বলেন বাছা ওরে -
থাক না পড়া, যা মাঠে
বাপ আর একা পারে!
তাই আমি যাই মাঠে
ধরি হাল এইবারে -
সোনা ধান এল ঘরে
আছি তাই হাতে-ভাতে
বাঁশি বাজে সুরে সুরে
সরু চাঁদ ওঠে রাতে,
চুপ করে ভাবি বসে
কত কি যে করি শেষে
পড়া কাজ একসাথে
গুরুজনে ভালবাসে।