একদিন ভুলবে আমাকে
ভুলবে আমার লেখা
জ্বলব আমি অন্তরে হেথা
থাকবে কালির রেখা,
            নাই হল দেখা
            রবে তবু লেখা।


জানিগো জানি, মানিগো মানি
নই আমি বড় নেতা
কাব্য পাঠে ছিলাম কেবল
এই আসরেই হেথা,
            নাই হোক জেতা
            নাই মাথা ব‍্যথা।


মাঝে মাঝে ডাক পাই হেথা
দিই সাড়া ক্ষণে ক্ষণে
কাজের মাঝে সময় কোথা
তবু কাব‍্য রাখি সনে,
            ভালোবাসা মনে
            থাকি এক কোণে।


বলিনে কাহারে বলিনে গো
আমি নিজেই অকবি
শুনি বলে লোকে পিছু পিছু
আমি আছি আজো নবি,
            গুরু মানি রবি
            হৃদি মাঝে ছবি।


ছাড়িনে তবু ছাড়িনে আমি
আসরের ভালোবাসা
মারামারি করে নয়তো সে
লড়তে হেথায় আসা,
           দেখি ক্ষিণ আশা
           রচি কাব‍্য ভাষা।


দুষিনে কাহারে দুষিনে গো
গুণের নাই বালাই
লেখা পড়ি, কথা শুনে বুঝি
শেখার যে শেষ নাই -
            আজ তবে যাই
            টা টা বাই বাই।