নয় থেকে নব্বই পার করার পরও
থমকে দাঁড়ায় সময়ের হাতছানি -
একটা ভয় আমাকে পেয়ে বসেছে
এই বুঝি আমি আর আমি নেই
নেই কোথাও ক্ষীণ সংলাপ
আছে শৈশব দৃষ্টিপাত
যৌবনে পড়েছে ভাটা
আশ্রয় চায় মন
অনাশ্রিতা আমি
ফিরি দূয়ারে
চাকা ঘোরে
হারিয়ে
যায়
মা!