রক্তিম চাঁদ দেখেছ কখনো???
সেই রক্তিম চাঁদের কসম,
যখন মেঘের আড়াল থেকে বের হয়ে হাসে,
সেই মাহেন্দ্রক্ষণের শপথ,
যখন লাল আভা খেলা করে তার চারপাশে,
যতদিন আকাশে একটাই চাঁদ,
লক্ষ-কোটি তারা, আর ওই আগুন-সুর্য,
ততদিন আমার তুমি...
পূর্ণিমা রাতে চন্দ্রগ্রহন দেখেছ???
কিভাবে বিশাল চাঁদটাকে ধীরে ধীরে
গ্রাস করে অন্ধকার...
সেভাবেই আমার সত্তাকে গ্রাস করে আছো তুমি...
চাঁদ তবু বের হয়ে আসে আঁধার ভেদ করে আবার...
আমি চাঁদ না, সমুদ্র আমি,
তাই আমি পারি না...আমার গ্রহন কাটে না.....
চন্দ্রগ্রহন দেখেছো অনেক হয়তো...
সমুদ্রগ্রহন কি এটাই প্রথম না???