-  কবি, আজ নীল পরলে যে!
  আজ না ভালবাসা দিবস!
-  কবিতা, ভালবাসা নীল।
-  যাহ্‌, ভালবাসা নীল হবে কেন! কষ্ট নীল!
-  আচ্ছা কবিতা, আকাশ কেমন?
- কেমন আবার নীল!
- আকাশে কি কি থাকে?
- মেঘ থাকে, মেঘ ঝরে বৃষ্টি নামে, আবার রোদ ওঠে!
- মেঘগুলো কষ্ট, বৃষ্টি হলো কান্না, আর রোদগুলো আনন্দ।
   কবিতা, ভালবাসায় আনন্দ আছে?
- তা আর বলতে!
- আর কষ্ট? কান্না?
- অনেক কবি...ওগুলো তুমি বোঝো?
- তাহলে কবিতা বলো ভালবাসা আকাশের মতো বিশাল না?
-হুম। ভালবাসা আকাশ!
-কবিতা, সমুদ্র কেমন?
-নীল!
-সমুদ্রে কি থাকে?
-সমুদ্রে শুধু জল থাকে...
-নাহ! তুমি তাহলে সমুদ্র দেখোনি।
  কবিতা, সমুদ্রে জল থাকে, ঢেউ থাকে,
  কখনো শান্ত থাকে, কখনো ভীষন ঝড় ওঠে...
  সব লন্ডভন্ড করে দিতে পারে নিমেষেই!
-কবি, ভালবাসাও তো এমন!
  কখনো শান্তির পরম স্পর্শ..
আবার কখনো লন্ডভন্ড করে দিতে পারে পুরো অস্তিত্বকে!
-তাহলে বলো কবিতা ভালবাসা কেমন?
-আমি বুঝে গেছি কবি!
- কি বুঝলে?
- ভালবাসা নীল!