জন্ম দিলেই যদি বাবা হয়
তবে জারজ শব্দটির কেনো জন্ম রয়?
বাবা ভালোবাসি বললেই যদি ভালোবাসা হয়
তবে বাবার ঠিকানা কেনো বৃদ্ধাশ্রমে রয়?
কুকুর বেড়ালের ঘরে জন্ম নিলে
কুকুর বেড়াল হতে হয় না,
মানবকুলে জন্ম নিলে তাকে মানুষ হতে হয়।
বাবারা কেনো বৃদ্ধাশ্রমে থাকে
বাবারা থাকবে সন্তানের হৃদয়ে,
সোনার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয় কেনো রঙে ঢঙে?
সন্তান কেনো বড় হয় পিতৃহীন পরিচয়ে?
জন্ম দিলে বাবা হওয়া যায় না,
বাবাকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না,
মানুষ হওয়াটা জরুরি।
জন্ম দেয়ার আগে
মানুষ বানানোর দায়িত্ব নিতে হবে,
বাবাকে ভালোবাসি বলার আগে
তাকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে।