একি রূপ দেখালে প্রিয়
নয়নে ঝরে বারি
তোমায় দেখিতে
নয়নে ঝরে বারি

অন্তর তোমায় দেখিতে প্রিয়
সে রূপের সাধনায় ডুবিলো
তুমি কেনো যাও লুকিয়ে
মেঘে ঢাকি

দেখিতে দেখার স্বাদ জাগে
লুকালে কি পাবো তারে
তুমি কেনো যাও লুকিয়ে
মেঘে ঢাকি

এতো কাছে তুমি এতো নিকটে
তবু কেনো তুমি থাকো দূরে
শুনি তোমার ধ্বনি আপনাতে
ধরতে গেলে দাও ফাঁকি