একদিন বুকের বা পাশটায় তুমি নাই ব্যাথাটা চলে যাবে,
একদিন ছিলো ও না।
প্রচন্ড আবেগ নিয়ে জলমাখা চোখে চেয়ে পথ ছেড়ে দাওনি,
খুলে দিয়েছো হৃদয়ের দরজা।
শতশত জনমানব ভুলে যেদিন তোমার বুকে চেপে ধরেছিলে আমাকে,
সেদিন ভেবেছি চোখ বন্ধ করেই তোমার উপর ভরসা করা যায়।
বইমেলা, টিএসসি, সোহরাওয়ার্দী ঘিরে আমাদের প্রেম গড়ে ওঠে।
সে দিন আহামরি কিছুই ছিলো না আমার,
দু চারশো টাকা, ময়লা জিন্স আর পুরনো টি-শার্ট।
তোমার মাঝে চরম সরলতা লক্ষ্য করেছি,
ভালোবাসা হয়ে যায় ধীরে ধীরে।
মনে পড়ে কাজঁলবতী?
অথচ আজ আমি আষাঢ়ের আকাশের মতো কাঁদি,
আমার বুকে এখন শুন্যতা খেলা করে।
প্রচন্ড কষ্টে তোমার দেয়া চিঠি-চশমা-ঘড়ি রাখি অগোচরে!
তোমার ছুয়ে যাওয়া এই আমার আমিকে
কোথায় সরিয়ে রাখি বলতে পারো?
একদিন আমাকে ছুয়ে শপথের কথা তুমি হয়তো ভুলে গেছো
আমি ভুলিনি!
আমার ঘর জগৎ ভাবনা তোমাকে ঘিরেই আছে,
শুধু মাঝখানে তুমি নেই।
ইদানিং রক্ত বমি হচ্ছে খুব,
বোধয় খুব বেশিদিন বাচবোনা।
আমার একটা শখ ছিলো,
জানোই তো বাচ্চাকাচ্চা আমার খুব পছন্দের
তোমার ও কম নয়,
শখটাকে চাপা দিয়ে এই যদি আমি চলে যাই
কখনো চুপ করে কেদোঁনা প্লিজ।
আমার খুব কষ্ট হবে,
মরে গিয়েও কষ্ট পেতে কজন চায় বলো!