বন্ধু আমায় অন্য কোথাও নিয়ে চল,
তারপর না হয় একটা স্বাধীনতার গল্প বল।


যে গল্পে ,
নব যৌবন স্বপ্ন দেখবে স্বাধীনভাবে আকাশে ওড়ার,
নির্দোষ কয়েদিও দিন গুনবে বাড়ি ফেরার।


যে গল্পে ,


আর ধর্ষিতা হিসেবে চিহ্নিত হবে না দিব্যা কিংবা আসিফা,
যে গল্পে, সন্ধ্যার পরেও মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় ফেলবে তাদের পা।


তেমন কোথাও নিয়ে চল,
তারপর না হয় একটা স্বাধীনতার গল্প বল।


টাকার প্রয়োজনে নারী রেড লাইটে গা খাটায়,
পেটের টানে  শিশু আজও খাটছে দেখো ইটভাটায়।
গদির জোরে গাইছে নেতা নিজেদেরই গুনগান,
সিয়াচেন বা কাশ্মীরে আজ শহীদ হচ্ছে জাওয়ান।


অমুক ভাল গায়ক হতে চায় পড়ছে তবু ডাক্তারি,
বাবা বলেছে 'ও সব করে কি হবে',
তোকে চাকরি পেতে হবে সরকারি।
ইংরেজিতে ভীষণ পটু পাশের বাড়ির অমুক পাল,
এডমিশনে ঘুষ দেয়নি , ধরতে হলো বাংলায় হাল।
অংকটা তার ভাল লাগেনা বাংলা ভীষন সহজ,
কারুর চাপে গাধার মত ধোলাই হচ্ছে মগজ।
'ওদের দাবি মানতে হবে' নইলে করবে অনশন,
কাকে আর কি বলবে মশাই! ঘর শত্রুই বিভীষণ।


অধিকার চেয়ে গলার জোরে চাইছে তারা human right,
ডিপ্রেশনে বালক সুধীর করছে দেখো সুইসাইড।
ধর্মের নামে তৈরি হচ্ছে দ্বন্দ্ব গড়ার  আশ্রম,
কোথায় গেলো ইনকেলাব আর কোথায় বন্দে মাতরম।
গলার জোরে বলছো যাদের হয়েছো তুমি আজ স্বাধীন,
ভেবে দেখো , কোথাও গিয়ে রয়েই গ‍্যাছো পরাধীন।
পরাধীন সেই ডুবুরিরাও যারা মুক্ত খোঁজে শুক্তিতে,
পরাধীন তুমি তোমারি ওই ক্ষুদ্র বিচার বুদ্ধিতে।
পরাধীন সেও যে প্রেমে পড়ে কিছু পাবার আশায়,
পরাধীন তুমি বন্দী হয়ে মিথ্যে ভালোবাসায়।


পরাধীন সেই স্বপ্নগুলো দিচ্ছে যেগুলো আশকারা,
পরাধীন তুমি তোমার স্বার্থে করেছো যাদের হাত ছাড়া।


'স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি' , বলেও ,আজ তুমি হওনি স্বাধীন,
ভিড়ের মাঝেই কোথাও  তুমি রয়েই গেছো পরাধীন।