একটা মহাবিশ্ব বিলীন হয়ে যাচ্ছে আমার মাথার ভিতর
তুমি দেখতে পাচ্ছ না কেন!
কৃষ্ণগহ্বর কি দেখা যায় না?


আমি তো দেখতে পাই- কালোয় কীভাবে বিলীন হয় সব
"আলো! একটু আলো!!"
কতো চিৎকার! কতো বিশ্বের, কতো দেশের, কতো মানুষের!!
আমি তো শুনতে পাই
তুমি শুনতে পাও না কেন!
শব্দ কি শোনা যায় না?


আমার মাথার ভিতর
মৃতপ্রায় সেই মহাবিশ্বের শোকে
ক্রন্দন করে নিউরনেরা।


আমার মাইগ্রেন তাদের দান,
তাদের স্মৃতিতে ব্যথা জমে নীল
নাকি কালো! ঠিক জানিনা।