মধ্য যুগকে পিছে ফেলে
এলো নতুন সভ্যতা,
সবার মাঝে দেখি কেবল
ছলচাতুরীর যোগ্যতা।
আজ এ সময় বলত ভাই
ভাল বলি কারে,
যখন তখন যে মানুষটা
লোক ঠকাতে পারে।
কোন দামে যে মানুষটা
হাসিল করে ফায়দা,
জানে ভাল যে মানুষটা
মিথ্যা বলার কায়দা।
সোজা পথে চলে তো ভাই
মানুষ যারা বোকা,
পদে পদে বাধেঁ তারা
খায় শুধু ধোকা,