যদি কোন এক সকালে দেখো আর ফিরিনি,
ভাববে যাত্রা করেছি শুরু,
কোথায় না জেনে পা বাড়িয়েছি অসীমে,
হয়তো আর না ফেরাই মূল্য লক্ষ্য..!!
অবাক হবে না জানি, বড়জোর -
কপাল কুচকে, রাগে কটমটিয়ে বলবে;
"যা ইচ্ছে করুকগে, করুকগে,মরুকগে!!";
শুনতে পাবো না জানি,
হয়তো তপ্ত আবীর-রাগও দেখা হবে না,
হয়তো আজীবনের দুরত্ব বাড়িয়ে দিলাম,
হয়তো পরিপূর্ণ অজ্ঞাতসারেই গেলাম,
যদি কোন এক উত্তাপ ছড়ানো দুপুরেও জানতে পারো,
ফিরিনি সত্যিই গৃহে, সংসার ছেড়ে-
নাম না জানার পথে গিয়েছি চলি,
কষ্ট পাবে না জানি,তবুও যদি পাও -
বিষ দেয়া দুপুরেই যদি ডাক পাঠাও,
আকাশের মেঘে যদি করো আমন্ত্রণ,
আসবো না হয়তো সেদিন ফিরে,
হয়তো পৌছুবে না বাধঁঁভাঙ্গা সে ডাক,
যদি কোন এক যুগসন্ধির রাতে জানতে পারো,
নিরুদ্দেশ হয়েছি,
জানবে ইচ্ছেই পথহারা হয়েছি-
পরাজয়ের দায় নিয়ে,
না পারার আক্ষেপ নিয়ে,
কেবল শান্তনা খুজবো স্বপ্নঘুমে,
কঠোর অথচ কোমল দৃষ্টির ভীড়ে,
নিরস তবুও অম্লান হাসির ছলে..